আমি এমন একটা মেয়ের সম্পর্কে জানি
যে মেয়েটা একদিন না খেলে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হত। একদিন কলেজে না আসলে তার কল লিস্টটা জ্যাম হয়ে যেত। বান্ধবীরা নাকি তাকে ফানি গার্ল উপাধি দিয়েছিলো। সর্বক্ষণ হাসাহাসি ফান তামাশা মস্তি আড্ডা এইসবই ছিলো তার দৈনন্দিন কাজ। তবে আজ মেয়েটা অনেক নীরব।
নীরবতা কে নিজের সঙ্গী বানিয়ে একা হাটতে একা চলতে পছন্দ করে। একা একা কাউকে নিয়ে কবিতা আবৃত্তি করে। রাতের অন্ধকারে ছাদের পূর্ব কোণে কখনো কখনো মেয়েটাকে নাকি তারা গুনতে দেখা যায়। একা একা নিজেকে উদ্দেশ্য করে বলে এইটা তুমি আর এইটা আমি।
মেয়েটাকে যখন এমন আচরণের ব্যাখ্যা দিতে বলা হয় তখন মেয়েটা সব সময়ের মত একটা কথাই বলে আমার ভালো লাগে না।
.
এইত গতকাল একজন মানুষ কে দেখলাম মেসেজে তার প্রিয় মানুষটিকে জিজ্ঞাসা করতেছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ভিন্ন প্রান্ত থেকে উত্তর আসলো সূর্য যতটুকু আলো কে ভালোবাসে রাত যতটুকু অন্ধকার কে ভালোবাসে তার চেয়ে শতগুণ বেশী আমি তোমাকে ভালোবাসে। কি সাংঘাতিক কথা।
.
ভালোবাসার হাজারটা সংজ্ঞা তৈরি করা যায়।
অনেক ভাবে প্রিয় মানুষকে ভালোবাসি কথাটা বলা যায়, তবে যে সম্পর্কটা নষ্ট হয়ে যায় সেটাকে হাজারো প্রচেষ্টায় পর ও পূর্বের স্থানে বাসানো যায় না। চলে যাওয়া মানুষটিকে হাজারো রকমের বাহানা করে ও কখনো ফিরানো যায় না।
.
একটা সম্পর্ক তৈরি করা মানে নদীর উপড় একটা সেতু তৈরি করা। যার উপড় ভর করে অনেক রাস্তা যুগ যুগ ধরে ঠিকে থাকে। রিলেশন ও ঠিক এমন। যার উপড় ভর করে হাজারটা স্বপ্ন বেঁচে থাকে।
.
মানুষ স্বপ্ন গড়ে আবার এই মানুষই স্বপ্ন ভাঙ্গে।
কেউ হাজারটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হাতে হাত রাখে কেউ আবার হাজারটা মিথ্যে অপবাদ দিয়ে দূরে ঠেলে দেয়। তবে সাংঘাতিক ব্যাপার হলো হাজারটা মিথ্যে দিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়। তবে চলে যাওয়া মানুষটি কে হাজারটা সত্যি কথা বলার পর ও কখনো ফিরানো যায় না।
.
মানুষ মাঝপথে চলে যায়।
অতি সহজ ভাবে কাউকে ভুলে যায়।
মানুষ সব পারে। অতি সহজে কাউকে ভালোবাসতে পারে আবার অতি সহজে কাউকে ভুলে যেতেও পারে।
..
..
>>>> [লেখা]..... Akhlak AB (আক্কু)
নীরবতা কে নিজের সঙ্গী বানিয়ে একা হাটতে একা চলতে পছন্দ করে। একা একা কাউকে নিয়ে কবিতা আবৃত্তি করে। রাতের অন্ধকারে ছাদের পূর্ব কোণে কখনো কখনো মেয়েটাকে নাকি তারা গুনতে দেখা যায়। একা একা নিজেকে উদ্দেশ্য করে বলে এইটা তুমি আর এইটা আমি।
মেয়েটাকে যখন এমন আচরণের ব্যাখ্যা দিতে বলা হয় তখন মেয়েটা সব সময়ের মত একটা কথাই বলে আমার ভালো লাগে না।
.
এইত গতকাল একজন মানুষ কে দেখলাম মেসেজে তার প্রিয় মানুষটিকে জিজ্ঞাসা করতেছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ভিন্ন প্রান্ত থেকে উত্তর আসলো সূর্য যতটুকু আলো কে ভালোবাসে রাত যতটুকু অন্ধকার কে ভালোবাসে তার চেয়ে শতগুণ বেশী আমি তোমাকে ভালোবাসে। কি সাংঘাতিক কথা।
.
ভালোবাসার হাজারটা সংজ্ঞা তৈরি করা যায়।
অনেক ভাবে প্রিয় মানুষকে ভালোবাসি কথাটা বলা যায়, তবে যে সম্পর্কটা নষ্ট হয়ে যায় সেটাকে হাজারো প্রচেষ্টায় পর ও পূর্বের স্থানে বাসানো যায় না। চলে যাওয়া মানুষটিকে হাজারো রকমের বাহানা করে ও কখনো ফিরানো যায় না।
.
একটা সম্পর্ক তৈরি করা মানে নদীর উপড় একটা সেতু তৈরি করা। যার উপড় ভর করে অনেক রাস্তা যুগ যুগ ধরে ঠিকে থাকে। রিলেশন ও ঠিক এমন। যার উপড় ভর করে হাজারটা স্বপ্ন বেঁচে থাকে।
.
মানুষ স্বপ্ন গড়ে আবার এই মানুষই স্বপ্ন ভাঙ্গে।
কেউ হাজারটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হাতে হাত রাখে কেউ আবার হাজারটা মিথ্যে অপবাদ দিয়ে দূরে ঠেলে দেয়। তবে সাংঘাতিক ব্যাপার হলো হাজারটা মিথ্যে দিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়। তবে চলে যাওয়া মানুষটি কে হাজারটা সত্যি কথা বলার পর ও কখনো ফিরানো যায় না।
.
মানুষ মাঝপথে চলে যায়।
অতি সহজ ভাবে কাউকে ভুলে যায়।
মানুষ সব পারে। অতি সহজে কাউকে ভালোবাসতে পারে আবার অতি সহজে কাউকে ভুলে যেতেও পারে।
..
..
>>>> [লেখা]..... Akhlak AB (আক্কু)
No comments