শূন্যতা মানে মুক্তি
আটতলার বারান্দাটা মেয়েটার নিরব সময়ের সাথী ;
মেয়েটার একাকীত্বের প্রহরগুলো -
না বলা কথাগুলো ;
বুকের মাঝে জমানো শব্দহীন ভাষাগুলো ;
সবই দিয়েছে সঁপে আটতলার এই বারান্দাটাকে।
তবে বারান্দাটা নির্বাক, হতবাক,অবাক!
ভাবছে মেয়েটা কে ?
কিংবা সে কে মেয়েটার ?
কেন তাকে দিচ্ছে লিখে আট বছরের মেয়েটি -
সমস্ত গ্রীষ্মের বিকেল ?
বার্বি ডল,পিএইচপি আর ঝুনা নারিকেল ?
এক মুষ্টি আকাশের জন্য ?
ওখানে আকাশ কোথায় ?
ওখানে তো শূন্যতা।
মেয়েটা হেসে বলে উঠে -
'আরে বোকা!! শূন্যতা মানে মুক্তি।'
মেয়েটার একাকীত্বের প্রহরগুলো -
না বলা কথাগুলো ;
বুকের মাঝে জমানো শব্দহীন ভাষাগুলো ;
সবই দিয়েছে সঁপে আটতলার এই বারান্দাটাকে।
তবে বারান্দাটা নির্বাক, হতবাক,অবাক!
ভাবছে মেয়েটা কে ?
কিংবা সে কে মেয়েটার ?
কেন তাকে দিচ্ছে লিখে আট বছরের মেয়েটি -
সমস্ত গ্রীষ্মের বিকেল ?
বার্বি ডল,পিএইচপি আর ঝুনা নারিকেল ?
এক মুষ্টি আকাশের জন্য ?
ওখানে আকাশ কোথায় ?
ওখানে তো শূন্যতা।
মেয়েটা হেসে বলে উঠে -
'আরে বোকা!! শূন্যতা মানে মুক্তি।'
No comments