তোকে অনেক ভালবাসি
আমি রাকিব। ঢাকা ভার্সটিতে আনার্স প্রথম বর্ষের ছাএ। আজ আমার প্রথম ক্লাস। ক্লাসে এসে বসেছিলাম কিছু নতুন বন্ধুদের সাথে গল্প করছিলাম। কিছুখন পরই দেখতে পেলাম একজন সুন্দরীর আগমন।পরে অবস্য জানতে পারলাম মেয়েটির নাম রিয়া।
আর প্রথম দেখাতেই রিয়ার প্রেমে পড়ে যাই আমি। কিন্তু বলতে সাহসের অভাবে বলতে পারি নি।
কারন একে তো নতুন তারপর আবার একজন মধ্যবিও ঘরের ছেলে। আর ও হল ঢাকার একধনী ঘরের মেয়ে। তাই মনকে এই বলে সান্তর্ণা দিতাম যে। তোর কপালে এ নেই। তাই ওর সাথে আমার এই ইচ্ছা বাদ দিলাম। তবে ওকে আমার আনেক ভাল বন্ধু করে বানিয়ে নিলাম। তারপর থেকেই আমাদের মধ্যে প্রায়াই কথা হতে লাগলো।কথাগুলো হত ;এই কি করছ।তুই ক্লাসে আস ইত্যাদি। আমি ওকে মনের কথা বলতে চয়ো পারি না কারন যদি ও চলে যায়।একদিন ও ফোন দিল।
রিয়া:ওই বান্দর কই তুই।
রাকিব:কোথাও না বাসায়। তো হঠাৎ এত রাতে ফোন।
রিয়া:কেন দিতে না নাকি? থাক তাহলে রাখি।
রাকিব:আরে না না এমন রাগ করিছ না। আচ্ছা বল কি হইছে?
রিয়া:কিছু না এমনেই। তোর নাকি জ্বর শাহেদ বল্ল।তুই জানোস তোর জন্য আমার কত টেনসন হয়।তোর বাড়ি ওতো কাছে না। যে দেখতে চলে আসব।
রাকিব:এত বলিছ না শোন চাইলে আসা যায়। বেশি না বাড়ি তো সাভার।
রিয়া:আচ্ছা ফোন রাখ তুই।
☆আল্লাই জানে আবার রাগ করল নাকি। এর পরের দিন সকালে।ক্রিং ক্রিং শব্দ। দরজা খুলতে দেখি রিয়া।
রিয়া:কিরে দরজা খুলতে এত দেরী কেন?
রাকিব:তুই বাসা চিনলি কেমন?
রিয়া:তোর লোকেসন ট্রাক করে।
রাকিব:ওরে মা মাইয়া তো সেই আপডেট।আর কতখন বাহিরে থাকবি। আস ভিতরে।
রিয়া: বাসায় কেউ নেইরে দোস্ত? আংকেল আন্টি।
রাকিব:নারে দোস্ত সবাই নানা বাসায়। সাথে আমার কলিজার টুকরা ছোট ভাইটিও গেছে। এটা আমার রুম তুই বস একটু।
রিয়া:তো তোর রুমে গিয়ে কি করব?
রাকিব: আচ্ছা আসতো। পিসিটা ওন করে দিয়ে আসলাম।
☆তো ওকে আমার রুমে রেখে নাস্তা বানাতে চলে গেলাম। 10 মিনিট পর নাস্তা নিয়ে আমি ওর সামনে গেলাম। নাস্তা হিসাবে ওকে নুডুলস দিলাম। কারন এটা আমাদের দুই জনেরেই পছন্দ।
রিয়া:নাস্তাটা কে বানাইছে?
রাকিব:আমি।
রিয়া:ভাল তো । তোর বউয়ের কষ্ট কম হবে।
রাকিব:ধন্যবাদ।
রিয়া:তোরে নিয়া একটু জাহানগীর নগর বিশ্ববিদ্যলয়ে যাব ।
রাকিব:ওকে দাড়া আমি ফ্রেস হয়ে আসি।তুই পিসি দেখ।
রিয়া:আয় দ্রুত।
☆বাহির হয়ে দেখি ও আমার পারছোনাল ফোলডারে গেছে। যেখানে ওর ছবি গুলো রাখা আর ফোলড়ারের নাম হল ''আমার ক্রাস''।
রিয়া:এগুলো কি?
রাকিব:সরি দোস্ত। ভুল হয়ে গেছে।
রিয়া:কাল আমার সাথে দেখা করিছ ক্যম্পাসে।
☆এ কথা বলে ও চলে গেল।আমি আর কিছু বলাম না। ওর চলে যাওয়া দেখলাম। কারন আমার তথন কিছু বলার ছিল না।পরের দিন ক্যম্পাসে
শাহেদ:মামা পরছতো মাইনকাচিপায় এবার ঠেলা ধুঝ।
রাকিব:মামা আমারে বাঁচা।
☆হঠাৎ রিয়া হাজির।
রিয়া:শাহেদ তুই যা।
☆শাহেদ চলে গেল।রিয়া আগ্নি শর্মা মুখ নিয়ে দাড়িয়ে আছে।আর আমি গাছের নিচে বসে মাথা নিচ করে বসে আছি।
রিয়া:তোর সমস্যা কি?
রাকিব: আসলে সরি রিয়া।আমার ভুল হয়ে গেছে।
☆একাথা বলতে না বলতেই ঠাস।
রিয়া: তুই একটা মিথ্যুক। যাকে এত ভাল বাসিস তাকে মনের কথা বলতে পারিস না।
☆বলেই ও কেঁদে দিল। আর আমাকে জরিয়ে ধরলো।
রাকিব:আরে সবাই কি ভাববে।
রিয়া:যে যা ভাবার ভাবুক। ভালবাসিস কেন বলিস নি?
রাকিব:বলতে চিয়েছি। কন্তু বলিনি ভয়ে যদি তুই হারিয়ে যাস।
রিয়া:আজ পারবি?
রাকিব:হ্যা পারব।
রিয়া:তাহলে কর।
☆আমি যেই ওকে ছেড়ে প্রোপোজ করতে যাব তথন দেখি শাহেদ আমার দিকে গোলাপ ফুল এগিয়ে দিল। আর ব্যাচের সবাই হাজির। তো ওকে প্রোপোজ করলাম।আর বলালাম।
রাকিব:রিয়া আমি তোকে অনেক ভালবাসি। অনেক বেশী।তোকে কখনো হারাতে চাই না।
☆যেই দাড়াবো আমনি রিয়া জরিয়ে ধরলো আর বললো
রিয়া:কখোনো ছাড়বি না। সব সময় বুকে ধরে রাখবি।
বিদ্রহ:ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন।
লিখক:#Rakibul Islam Santo
No comments