Header Ads

গুন্ডার গুন্ডী পাওয়ার অভিযান😍
#গোধূলীর_আবির (#নিস্তব্ধতার_বাহক)
উৎসর্গিতঃ #আন্নি
লাইক না দিলেও লেখাটা কেমন হয়েছে কমেণ্ট বক্সে জানাবেন, যাতে আমার ভুল গুলো শুধরিয়ে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি।
"
"
কোচিং এ বসে আছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় স্যারের আগমন, সাথে একটি মেয়ে। স্যার মেয়েটিকে বসতে বললেন এবং আমাদেরকে বললেন যে মেয়েটির নাম আন্নি।
আন্নি নামটা খুবই আনকমন। তাই স্যার যাওয়ার পর মেয়েটির দিকে তাকালাম। মেয়েটি আহামরি সুন্দর নয় তবে আছে এক অদ্ভূত মায়া। সেই মায়ার জালে আমি আবদ্ধ হয়ে গেলাম।
যায় হোক স্যার ক্লাস নিতে আসল। ক্লাসের মাঝে কয়েক বার ওর দিকে তাকালাম। এভাবেই আজকের মতো ক্লাস শেষ। এর পর দেখলাম ও ওর বাবার সাথে চলে গেল। আমিও বাসার দিকে রওনা দিলাম।😊
ওহ আমি তো ভুলেই গেছি আমার পরিচয়টা দিতে। ব্যাপার না man is immortal (মানুষ মাত্রই ভুল)। আমি সাক্ষর, বাসায় আমি আর আম্মু থাকি। আব্বু জবের জন্য কুমিল্লায় থাকে। বর্তমানে নবম শ্রেণীতে অধ্যায়নরত আছি। আমি আমার বাপের হোটেলের সব থেকে বড় আর নিয়মিত কাস্টমার।😁
পরের দিন সকালে উঠে স্কুল এ গেলাম। যদিও আমি তেমন একটা স্কুলে যাই না। কিন্তু কী একটা সমস্যা ছিল সেটা সমাধান করতেই যাওয়া। আমার আবার একটা গ্রুপ আছে, আমি লিডার। এলাকায় বেশ মাস্তানি করি, তবে গুন্ডামী করলেও সেটা আড়ালে আর বড়দেরকে সম্মান দেই।
তো আজকে ও কোচিং এ বসে আছি। এমন সময় ওর আগমন। লাল কালারের ড্রেস, চোখ ফেরাতে পারছিলাম না। যদিও লাল আমার পছন্দের কালার নয়, তবুও ভালোই লাগছিল।
যায় হোক এভাবে তাকিয়েই কেটে গেল বেশ কিছু দিন। একদিন খেয়াল করলাম ওদের বাসা আমাদের বাসার একটু পরেই। আমি আমার ভালোবাসা মনেই রেখে দিয়েছি। ওকে আমার খুব ভয় লাগে। আজকে ও আমাকে ডাকল।
আন্নি- সাক্ষর
আমি- হুম
-হোমওয়ার্ক করছ
-না, আমি তো হোমওয়ার্ক তেমন একটা করি না
-ওহ!
-আচ্ছা তোমাদের বাসা কোথায়?
-কেন? টাংকি মারতে আসবা নাকি! (মিটিমিটি হাসতেছে)
-নাহ! এমনেই জানতে চাইলাম
-হুম, তুমি যেখানে থাক তার কিছুটা পরেই
মনের মধ্যে লাড্ডু ফুটে উঠল। ও খেয়াল করছে আমি কোথায় থাকি।
ইদানিং দেখতেছি আন্নি ও আমার দিকে তাকায়। চোখাচোখি হলে হাসি দিয়ে চোখ ফিরিয়ে নেয়। আমি তো মহাখুশি, গ্রীন সিগন্যাল পেয়ে।😍
আজকে কোচিং এ আসলাম, দেখি ও একা। আর কেউ নেই। হঠাৎ এসে আমার কলার চেপে ধরল। বুঝলাম না কী হইছে, আর কী ই বা করছি!
আমি- কী হইছে
আন্নি- আমার সাথে মজা করস
-মামামানে
-এক থাপ্পর দিয়া ৩২ টা দাত ফালাই দিব
-আমার দাত ২৮ টা। বাকি ৪ টা কি তোমার থেকে আমদানি করবা?
-গুন্ডাগীরি করস! আজকে তোর এক দিন কি আমার যতো দিন লাগে।
-আআআমি গুন্ডামী করি!
-এহ কী মনে করছস, তুইমুখে রুমাল বাধলে আমি চিনতে পারব না?
"
এতক্ষনে কাহিনী বুঝলাম। আমি আজকে এলাকায় একটা গ্যাঞ্জামে ছিলাম। আগেই বলছি আমি পরিচয় আড়াল করে গ্যাঞ্জাম করি। তাই মুখে রুমাল বাধছিলাম। কিন্তু ও আমাকে চোখ দেখে চিনে ফেলেছে।😍
দেখি পাগলীটা ফুপিয়ে ফুপিয়ে কাদছে।
আমি- সরি, আর কখনও এমন করব না
আন্নি- কান ধর তাইলে
-কান না ধরলে হয় না?
-না হবে না। আমাকে কাদানোর শাস্তি
-আচ্ছা
-এবার আমাকে প্রোপজ কর
-কান থেকে হাত সরাই
-না, কানে হাত দিয়েই প্রোপজ কর।
(অগ্যতা কী আর করা, কানে হাত দিয়েই)
-গুন্ডী মেয়ে আমার খুব পছন্দ। এই মেয়ে হবে কী আমার গুন্ডী ?
-হব, I love u গুন্ডা ছেলেটা
-I love u too গুন্ডী মেয়েটা
এবার পাগলীটা আমাকে জড়িয়ে ধরল। কিন্তু আমি তো আর ওকে ধরতে পারছি না, আমার হাত যে কানের সাথে বাধাই করা। অপেক্ষায় আছি কখন কানের থেকে হাত সরানোর অনুমতি পাব। এভাবে শুরু হলো নতুন পথ চলা, দেখা যাক আগামীর রাস্তাটা কেমন হয়। এটাই ছিল আমার আর আমার গুন্ডির কাছে আসার দুঃসাহসিক গল্প।
-------HappY EndiNg------

No comments

Powered by Blogger.