Header Ads

হঠাৎ শব্দ

আমার নানা অনেক আগের দিনের মানুষ। আগের
দিনে মসজিদ অনেক দূরে হতো,অনেক ভয়ানক
পথ অতিক্রম করে সেখানে যেতে হতো।
তবুও তার অনেক সাহস থাকার কারনে ফজর ও
এশাসহ পাঁচওয়াক্ত নামায জামায়াতের সাথে আদায়
করতেন। তিনি অনেক সময় ফজরের আযানের
আগে মসজিদে গেছেন তিনি দেখলেন
মসজিদের মধ্যে কেউ নেই কিন্তু পুরো
মসজিদটাই অদ্ভুদ ধরনের সুগন্ধে ভরে গেছে
যেন মসজিদে কারা যেন আছে যাদের দেখা
যাচ্ছে না। আবার কিছু কিছু দিন তিনি রাতে মসজিদ
থেকে আসছেন সামনে দেখছেন যে
কেউ একজন সাদা কাপড় পরা যে গাছের ডাল এক
হাত দিয়ে ধরে ঝুলে আছে। একদিন তিনি
ফজরের সময় মসজিদে গিয়েছেন। তিনি ওযু
করতে গিয়ে দেখেন একজন বৃদ্ধলোক
ওযুখানা,ওযুর বদনা এগুলো ধুচ্ছেন। কিন্তু হঠাৎ নানার
আগমনে তিনি বেশ অসস্তিবোধ করছেন।
তখনও আজান হয়নি। সেই বৃদ্ধলোক ও নানাভাই
একইসাথে ওযু করলেন এবং মসজিদে ঢুকলেন।
নানা দেখলেন লোকটি নামায আদায় শুরু করলেন
কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার সঙ্গে
সঙ্গে বিকট আওয়াজ হতে থাকল আর মনে হতে
লাগল সবকিছু এবার ভেঙ্গে পরবে। নানা
জোরে আল্লাহু আকবার বলে চোখ বুজে
কানে হাত দিলেন। আর সবকিছু থেমে গেল।এবং সে নামাজ শেষ করে বাড়ী চলে আসলো।

No comments

Powered by Blogger.