Header Ads

মিষ্টি বউ, বোকা জামাই

- আই লাভ ইউ!
- থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে?
- কে দিবে?
- যাকে প্রপোজ করেছো!
- আমি করিনি ওই ভাইয়াটা বললো, তাই বললাম।
- মানে?
- মানে ওই ভাইয়াটা আপনাকে পছন্দ করে!
- তাহলে "আই" বলছো কেন?
- আমিও'যে আপনাকে পছন্দ করি!
- ওমা তাই?
- হুম।
- কিন্তু আমিতো তোমাকে পছন্দ করি না!
-
ছেলেটা মাথা নিচু করে চলে যাচ্ছে! এমন সময় পিছন থেকে মেয়েটা ডাক দিলো,
- তোমার নাম কি?
- অপু!
- কি করো?
- একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।
- বেতন কতো পাও?
- ২৫হাজার!
- চলবে.....!
- মানে?
- মানে বিয়ে করতে রাজি আছি!
ছেলেটা অবাক হয়ে বললো, - এক্কেবারে বিয়ে???
- হুম! কেন কোনো খারাপ মতলব আছে নাকি?
- ছিঃ খারাপ মতলব থাকবে কেন!!!
- তাহলে আমাদের বিয়ে পাক্কাতো?
- হুম পাক্কা....
-
বিয়ে অতঃপর বাসর রাত!!!
বাসর ঘরে ঢুকে ছেলেটা মেয়েটার থেকে যথেষ্ট দূরে দাড়িয়ে আছে! এমন সময় মেয়েটা বলে উঠলো, - বাবু কাছে এসো।
- এই আপনি আমাকে বাবু বলছেন কেন?
- তুমি আমাকে সম্মান করে "আপনি" বলছো! তাই....
- তাহলে কি বলবো?
- "তুমি" করে বলবা!
- আচ্ছা!
এবার মেয়েটা একটু রাগান্বিত হয়ে বললো, - "আচ্ছা" বলে দাড়িয়ে আছো কেন? কাছে আসবা না?
- কাছে আসলে কি হবে?
- বিয়ে করেছো বউকে বিছানায় রেখে দূরে দাড়িয়ে থাকার জন্য?
- না!
- তাহলে আসো.....
- হুম আসতাছি।
ছেলেটা মেয়েটার কাছে যেতেই নাকে ধরে একটা টান দিয়ে বললো!
- উহ্ আমার বোকা জামাইরে। কিছ্ছু বুঝেনা।
- তুমিও......
- আমি কি?
- আমার মিষ্টি বউ।
.
.
সকাল....
- অপু ঘুম থেকে উঠো!
- কে'রে....?!!
- আমি তোমার বউ!
- ওহ ভুলেই গেছিলাম!
- কি ভুলে গেছিলা?
- আমি'যে গতকাল বিয়ে করেছি!
-
মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, - তোমার মাথায় কোনো সমস্যা আছে নাকি?!!!
- নাতো!
- নাহলে একদিনেই সব ভুলে যাও কি করে?!!
- আসলে আগে কখনো বিয়ে করিনি'তো তাই!
- আজব! পরবর্তীতে করার ইচ্ছা আছে নাকি???
- ইইই না!
- কেন?
- একজনকেই সামলাইতে পারিনা!
- কি বললা?!!! সামলাইতে পারোনা মানে? ওয়েট আমি এখোনি চলে যাচ্ছি না।
- এইইই কই যাও?
- বাপের বাড়ি!
- যেওনা জান.....
- না আমি চলেই যাব!
- তাহলে আমিও যাব।
- তুমি কেন যাবা?
- আমার শশুড় বাড়িতে আমি যাব। কেন যাব, সেটা তোমাকে বলবো কেন?!
- উহ্ শশুড় বাড়ি! আমি তোমার বউ না!
- তাইলে কি?
- কিছুই না। আমি যাচ্ছি.......
- আমাকে নিয়ে যাও!
- ওইই একদম আসবা না!
- একশো-বার আসবো, হাজারবার আসবো!
- তাহলে আসো তোমার ঠেঙ্গ ভেঙে দিব!
- দেখাযাবে......
.
বিয়ের পরের দিনেই শশুড় বাড়িতে চলে গেলাম! বউ তার মাকে গিয়ে বলছে, মা তোমাদের জামাই খুব খারাপ, আমাকে বকে!!
শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলো, কি হইছে বাবা?
- কিছুনা মা। জাস্ট একটু অভিমান।
.
প্রহর শেষে রাত হলো! জোৎস্না রাত......
জানালার ফাঁক দিয়ে রুমের মধ্যে জোৎস্না প্রবেশ করছে! বেশ রোমান্টিক একটা মুহূর্ত।
অভিমানী বউ ওপাশ ফিরে শুয়ে আছে! আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম!
এমন সময় বলে উঠলো,
- ওইইই এতো সাহস তোমার?
- কেন কি হইছে?
- আমাকে জড়িয়ে ধরছো কেন?
- ভুল কিছু করলাম নাকি?
- হুম!
- তাহলে?
- আরো শক্ত করে জড়িয়ে ধরো!
- হা হা হা
- ওই হাসছো কেন?
- আচ্ছা হাসবো না!
- বোকা একটা।
- তুমিও.....
- কি আমি?
- আমার মিষ্টি বউ!

1 comment:

Powered by Blogger.