Header Ads

ভূত থুক্কু অদ্ভুত ছোটবোন

"মুক্তা" আমার জানামতে খুব দামী পাথর এর নাম,কিন্তু আমার মতে ফরমালিন এর নাম মুক্তা হওয়া উচিৎ ছিলো,মুক্তার চেয়ে যে ফরমালিন এ ভেজাল কম ইহার চাক্ষুষ সাক্ষী আমি নিজে,এই ইনোসেন্ট মাইয়্যাটা।আমার নাকে মুখে এখনো কিছুটা খামচির দাগের কারুকাজ আছে,ইহা মুক্তার নখের অবদান।তার সবচেয়ে বড় গুণ, খুব ভালো খামচি দিতে পারে,এমনিতে তো শুটকি টেরি,হাড্ডিমন্ত্রী কিন্তু খামচি দেওয়ার সময় এতো শক্তি কই পায় কে জানে!!
তা যাই হোক এই মুক্তা কে নিশ্চয় পাঠক এতোক্ষণে বুঝিয়া লইয়াছেন।
ইহা ঝিনুক এর মহাসুন্দর মুক্তা না,,আমার ছোট বোন মহাবান্দর মুক্তা।
দুনিয়াতে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী এই শুটকি টা।
বয়সে ৫বছরের পার্থক্য। ও যখন দুনিয়াতে আসবে তার আগে নানু আমায় বলল,দোয়া করো নানু যাতে তোমার ভাই হয়।
আমি মহাবিরোধিতা করিয়া ঘাড় নাড়িয়া বলেছিলাম,ইয়া আল্লাহ্‌ আমার যেন বোন হয়,আমি তাহারে নিয়া খেলিব,গান শিখাইব, নাচ শিখাইব,,,, ইত্যাদি ইত্যাদি।
দোয়া কবুল করিয়া আল্লাহ্‌ ভাবিলেন রাখ,,তুই ওরে কি নাচ শিখাইবি, ও ই তোরে শিখাইবে বান্দর নাচ কত প্রকার ও কি কি।
ছোট বেলা থেকে আমার সব সুকীর্তির শেয়ারহোল্ডার এই ভেজাইল্যাটা।
আমাদের বাড়ির অদূরে এক মহিলা পঁচা চানাচুর, আচার বেচিত, আম্মুর কঠোর দমন, পীড়ন নীতির কারনে যাইতে পারিতাম না।উনার এক কথা এক দাবি,ওইখানে গেলে মাইর খাবি।
আমি কি হারিবার লোক,আমি ও সযত্নে মুক্তাইন্যারে ফুসলাইয়া নিয়া যাইতাম,ফিরিলে প্রথম ঝড় টা তাহার উপর দিয়াই যাইত,কারন আমি বড় ছিলাম,ঘরের আবহাওয়া বুঝিয়া এন্ট্রি নিতাম।
আম্মু ওরে মারিতেন আর বলিতেন"""""
"""বড় বদমাইশ এর লগে হাটবি তো তুই ও মাইর খাই মরি যাইবি"""
তবু ও বুকে তীতুমীর এর সাহস,পিঠের ছাল এর ঝুঁকি লওইয়াও বোনটি আমারে ছাড়িয়া যায়নাই।(আবেগ এর ইমো কোনটা???))
যখন ছোট ছিলাম,পাশের বাড়িতে যাইতাম খেলার জন্য,জনপ্রিয় খেলা কুতকুত।
আহা কি খেলাই না ছিল তাহা,,।
অবস্থা এমন হইছিল যে ঘুমের মধ্যেও কুতকুত কুতকুত করিতাম আর পুরষ্কার স্বরুপ আম্মুর শলা ভাঙার শব্দ আমার পৃষ্ঠদেশ এ।
ঘর থেকে বের হওয়া আম্মুর চরমতম অপছন্দের।
তো একদিন আমাদের দুবোন কে দুপুরে খাওয়াইয়া, শোয়াইয়া দিয়াছিল ঘুমাইতে।আর উনি গিয়েছিল উনার রুম এ ঘুমাইতে।আমরা প্রতিদিনকার রাজকার্য কুতকুত এ আসক্ত,আমাদের কি বিছানায় থাকিলে চলিবে????
অনেক পামওয়েল ছোট বোনের পেছন খরচ করিয়া খাটের উপর স্কুলব্যগ,কোলবালিশ জড়ো করিয়া কাঁথা দিয়া সুন্দর করে ঢাকিয়া,খাটের সামনে জুতাগুলো সাজাইয়া চলিয়া গেলাম।
প্ল্যান আম্মু জাগিবার আগেই ফিরিয়া আসা।
কিন্তু প্রকৃত খেলোয়াড় কি মাঠ ছাড়িয়া সন্ধ্যের আগে ফিরিতে পারে??
যাইহোক বিধিবাম বলিয়াই সন্ধ্যায় আম্মুর শলা মিউজিক।😭😭😭😭😭😭😭 শুধু মাইর হপ্পে,,,,,,,কথা হপ্পেনা(অবিচার,, খেলোয়াড় এর প্রতিভা নষ্টের মতন অবিচার)মানিয়া লওয়া যায়????
বোনটি আমার সে যাত্রায় সমান মাইর এর অংশীদার হইল,সাথে ফ্রি বানী আম্মুর""
""বড় বদমাইশ এর লগে হাঁটবি তো তুই ও মাইর খাই মরি যাইবি""।
ছোট বেলায় আমি ভুলেও টাকা জমাইতে পারিতাম না।
বোনটি যেহেতু আমার উলটা গুণ এ গুণান্বিত হইয়া দুনিয়াতে আসিয়াছে সেহেতু তাহার অনেক টাকা জমিত।
আমি আবার বরাবরি ভালো ব্যবসায়ী😛😛😛😛ছিলাম।
১৫টাকা দিয়া একটা চেইন কিনিয়া বোনের সামনে খুব যত্ন করিয়া বলিলাম ইহার দাম ১০০টাকা।
বোন আমায় চিরকাল ই দেখিতে না পারিলেও বিন্দুমাত্র অবিশ্বাস করিত না।
রাতারাতি প্রস্তাব দিলাম চেইন বিক্রি হবে,কিনবি?
বলে আমার কাছে মাত্র ৫০টাকা আছে।
আমি বললাম আরে তুই আমার ঘরের মানুষ না,তোর থেইকা কম রাখমু তো।তুই ৯০টাকা দিস।
এখন ৫০বাকিটা পরে।
সরল বিশ্বাসে কিনিল।
বাকী নগদে টাকা পরিশোধ করিতে লাগিল।
আমার আবার পেটে কথা থাকত না,আমি কথায় কথায় পরে একদিন বলিয়া দিলাম ইহা ১৫টাকার চেইন।
বজ্রাঘাত পাইয়া বোন আমার টাকা ফেরত চাহিল😀😀😀😀,,আমি কি যে সেই ব্যবসায়ী নাকি????
ঘোষণা দিয়া দিলাম,বিক্রীত মাল ফেরত লওয়া হয়না।
বি.দ্র::ইহাই আমার শেষ ব্যবসা নয়,ও আমার একমাত্র ব্যবসায়ীক পার্টনার।
এবার সদ্য ঘটে যাওয়া একটা নির্মম ঘটনা বলি,,সকালের ঘুম টা আমার অতিপ্রবল প্রিয়,কিন্তু কখনো আম্মু চিল্লাইয়া তার ১২টা বাজায় কখনো ছোটবোন কম্বল কাড়িয়া লইয়া ফুলস্পীড এ ফ্যান ছাড়িয়া দেয়(ইদানীং গ্রামাঞ্চল এ সকালে শীত পড়ে)।
তো আজ আম্মু আসিয়া সকালে বলিলেন,
কিরে,পরোটা বানাবো???
আমি জানি বানাবো বলিলে ও রুটি,পরোটা আমারেই ঠেলিয়া ঠেলিয়া বেলিয়া বানাইতে হইবে।
তাই অত্যন্ত মধুর সুরে বলিলাম""
"আম্মু আজ খিচুড়ি রান্না করেন".।
বাংলা ছবির মতন খিচুড়ি আনিয়া কোথায় বলিবেন
!"নে মা,খিচুড়ি খা""
কিন্তু ইহা বাংলা ছবি নয় ইহা আমার মতন অভাগিনীর বেডরুম।
তৎক্ষণাৎ তেলে বেগুনে জ্বলিয়া পুড়িয়া বলিলেন,
""ও আচ্ছা,খিচুড়ি তো খাইতে চাইতানা,রুটি না বানানোর ধান্ধা করো????
আমি আহত হইয়া ভাবিলাম,
আম্মু কেমনে বুঝিল,,,,কম্বল মুড়ি দিয়া ভাবনায় মনোযোগ দিলাম।
ছোটবোন আসিয়া অতিমধুর স্বর তুলিয়া জিজ্ঞাসা করিল,
"আপু খিচুড়ি খাইবি?
কইলাম হুম।
কয়!
""""চোখ বন্ধ কইরা মনে কর খিচুড়ি খাইতেছস,,,,🍲🍲""!!
কিরে গরম গরম আর ঝাল ঝাল লাগে????
বুঝলাম হাই প্রেশার নাটকের ডায়লগ মারিতেছে,আমি নিজে মেগাবাইট খরচ করিয়া সম্পূর্ণ নিজ খরচে ওরে এই নাটক দেখাইছিলাম।
ইহা কি দুধ কলা দিয়া সাপ পোষার আপডেট উদাহরণ না???????????
"মুক্তা" আমার জানামতে খুব দামী পাথর এর নাম,কিন্তু আমার মতে ফরমালিন এর নাম মুক্তা হওয়া উচিৎ ছিলো,মুক্তার চেয়ে যে ফরমালিন এ ভেজাল কম ইহার চাক্ষুষ সাক্ষী আমি নিজে,এই ইনোসেন্ট মাইয়্যাটা।
#জান্নাতুন_নাঈমা_তাম­ান্না

No comments

Powered by Blogger.