Header Ads

আল্লাহর প্রেমে মগ্ন

ছেলে:একটু দাড়া!দৌড়াচ্ছিস কেন?
মেয়ে: তোকে না বলেছি,আমার
পিছু না নিতে!
ছেলে: তোর পিছে না নিলে তুই
বকা দিবি কাকে শুনি?
মেয়ে:তোকে এত বকা দেই
তোর লজ্জা লাগে নেই?
ছেলে: তোর বকা না শুনে আমি এক
মূহুর্ত ও থাকতে পারি না
মেয়ে:তোকে আমি ঘৃণা করি
ছেলে:আমি প্রতিজ্ঞা করছি তোর ঐ
ঘৃণা কেই আমি
ভালোবাসাতে রুপান্তরিত করবো
মেয়ে:ইস তোকে ভালোবাসতে
আমার বয়েই গেছে
একমাস পর ছেলেটি মেয়েটির
পথে
দাঁড়িয়ে
মেয়ে: তুই আবার এসেছিস?
আমার পিছু নিতে!এই
একমাস শান্তি তে ছিলাম
দেখ তোর প্রতি আমার মনে
একফোঁটা ভালবাসা জন্মায়নি
ছেলেটি হেসে দিয়ে বললো....
তোর সাথে আমি শেষ বারের
মত দেখা করতে এলাম
কিছু কথা বলবো বলে...
মেয়ে:বাঁচা গেল,কী বলবি বল?
ছেলে:তোকে আমি এতটাই ভালবেসে ফেলেছিলাম যে
তোকে পাবার জন্য পাঁচ ওয়াক্ত
নামাজ পরে আল্লাহ তায়ালার কাছে
তোকে চাইতাম
কিন্তু
নামাজের মধ্যে যে এত শান্তি
তা আমি
আগে বুঝিনি!জানিস,আম
ি
নামাজ পরতে গিয়ে
নামাজ কেই ভালবেসে ফেলছি
আমি আল্লাহর প্রেমে পরে গেছি!
পাঁচ ওয়াক্ত নামাজ এখন আমার
প্রতিদিনের সঙ্গি।
তোকে শুকরিয়া যানাতে এলাম
কারণ,
তোর জন্যই আমি মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য পেয়েছি...
ছেলেটি আল্লাহ হাফেজ
বলে চলে যায়
অতঃপর.....
মেয়েটি ছেলেটির প্রেমে পরে যায়
কিন্তু ছেলেটি ততক্ষণে আল্লাহর প্রেমে মগ্ন

No comments

Powered by Blogger.