---------অন্য জগত---------
---------অন্য জগত---------
--লেখাঃ Dola Rahman --
----------পর্ব:ছয়----------
ভয় শুরু
পাশথেকে খিলখিল হাসির অাওয়াজ অামার কানে
অাসলো৷অামি চারপাশে তাকিয়ে দেখলাম ৷না
অন্ধকারের মধ্য কিছুই দেখা যাচ্ছে না৷
জুঁই অামাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো
---এই হাসির অাওয়াজ কোথা থেকে অাসতেছে
---তুই চিন্তা করিস না অামি অাছি তো৷
বলে জোরে জোরে বলতে লাগলাম
---কে কে ওখানে?এভাবে কে হাসে সামনে
অাসুন৷
অামার কথার কোন প্রতিউওর অাসলো না৷কিন্তু হাসির
শব্দটা বেড়েই বলেছে৷কানের মধ্য বাড়ি দিচ্ছে
শব্দটা৷
অামি অার দেরি না করে জুঁইকে ওঠালাম৷কিন্তু পায়ের
অাঘাতের জন্য কিছুতেই সামনের দিকে পা
ফেলাতে পাচ্ছে না৷
রিতাকে বললাম
---তুমি জুঁইয়ের একহাত ধরো অামি এক হাত না হলে
এখান থেকে যেতে পারবো না৷অামার এই জায়গাটা
সেভ মনে হচ্ছে না দ্রুত অালো অনুসরন করে
অালোর কাছে যেতে হবে৷
---অাচ্ছা অামি ধরতেছি৷
দুজনে জুঁইকে ধরে নিয়ে যাচ্ছি৷ অামরা যাচ্ছি সাথে
হাসির শব্দটাও অামাদের তাড়া করতে করতে
অাসতেছে৷
কিছুদুর গিয়ে মনে হলো কয়েকজন মিলে
হাসতেছে৷কি ব্রিশী হাসির শব্দ৷
জুঁইকে নিয়ে অারো জোরে হাঁটতে শুরু করে
দিলাম৷অালোর কাছে যেতে পারলেই বাঁচি৷
প্যান্টের পিছনে হাতপরতেই বুঝলাম অামার বন্দুকটা
অাছে৷এতক্ষন অামার বন্দুকের কথা মাথায় ছিল না৷
মনের মধ্য কিছুটা সাহস সঞ্চয় করে অন্যহাতে
বন্দুকটা বের করে নিলাম৷
টিগারটা টেনে হাসির শব্দটা লক্ষ্য করে কয়েকটা
গুলি ছুঁড়লাম কিন্তু কোন লাভ হলো না৷হাসিটা কিছুতে
বন্ধ হয়না৷
অার কয়েকটা গুলি অাছে তা অার খরচ না করে
নিজের সেফটির জন্য রেখে দিলাম৷
মনে হচ্ছে অালোর খুব চলে এসেছি৷অার কিছুদূর
গেলে অালোর উৎসের নাগাল পাবো৷অারো
জোরে হাঁটতে লাগলাম অামরা৷
অাশেপাশে তাকাতে দেখলাম অন্ধকারের মধ্য
কয়েক জোরা ভয়ংকর চোখ অামাদের দিকে
জলজল চোখে তাকিয়ে অাছে৷
হঠাৎ দেখে অাৎকে উঠলাম অামি৷অন্ধকারের মধ্যও
চোখগুলো জ্বলে ওঠেছে৷চোখ দিয়ে
যেনো অামাদের গিলে খাবে৷
জুঁই অার রিতা দেখতে পেরে চিৎকার দিয়ে
বললো
---এগুলো কি
---ভয় পেও না অামরা এমন জায়গায় অাছি যেখানে
অাত্নায় ভরা৷অামাদের সাহস হারালে চলবে না৷এখানে
সাহস হারালে বিপদ৷তোমরা শুধু চুপ করে থাকো৷
জুঁই বললো
---কিন্তু এই চোখ গুলো কোথা থেকে
অাসলো অার এভাবে অামাদের দিকে চেয়ে
অাছে কেনো৷
---এটা অামাদের ফাঁদে ফেলার ধান্দা৷যাতে অামরা ভয়
পেয়ে ওদের ফাঁদে পা ফেলায়৷
চলো তোমরা অারো জোরে৷অামরা অালোর
কাছে অাসতে দেখলাম৷সামনে একটা
কুঁড়েঘর৷সেই ঘরের কোন জায়গায় থেকে
অালো বের হচ্ছে৷অাবছা অালোয় দেখলাম বাড়িটার
সামনে অনেক কংঙ্কাল অার হাঁড়গুড় পড়ে
অাছে৷বাড়ির পাশে একটা কিসের গাছ যেনো
দাঁড়িয়ে অাছে৷অাবছা অালোয় চেনা সম্ভব হচ্ছে
না৷বাড়িটার দরজার কাছে যেতেই দরজাটা অাপনা অাপনি
ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেলো৷পাশের গাছটার
দিকে তাকাতে দেখলাম৷কয়েকটা কাটা মাথা অামাদের
দিকে তাকিয়ে লকলক জ্বিভ বের করে খিটখিট
করে হাসতেছে৷অাবছা অালোয় সাদা দাঁতগুলো
পরিষ্কার দেখা যাচ্ছে৷
মনের মধ্য অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে৷এই ঘরে
অামাদের জন্য অাবার কোন মৃত্যু ফাঁদ তৈরী করে
রাখা হয়নিতো?
কিন্তু শরীরের যা অবস্থা অামাদের বিশ্রাম নিতেই
হবে৷অার এই জায়গা ছাড়া অন্যকোথাও অালোর বিন্দু
মাএ চিন্থ নেই৷
অার বেশি না ভেবে রুমের মধ্য প্রবেশ
করলাম৷প্রবেশ করার সাথে সাথে বিশ্রী একটা
দূরগন্ধ অামার নাকে অাসলো৷ভাবলাম ইঁদুর বিড়াল
হয়তো মরে গেছে৷রুমের মধ্য একটা লাইট
জ্বলে অাছে৷লাইটের অালোয় র্স্পট দেখলাম
সারা ঘর মানুষের মাথার খুলি দিয়ে ভরা৷তাহলে এই
গন্ধটা মানুষের পঁচে যাওয়া শরীরের৷অনূভব করলাম
অামার পায়ের নিচে তরল কিছু অাছে৷পা টা সরিয়ে
দেখলাম রক্ত দেখে মনে হচ্ছে তাজা৷কিন্তু
এখানে তাজা রক্ত অাসবে কোথা থেকে৷
অামাদের মধ্য কেউ অাবার এখানে অাসছিল
নাতো৷ভাবতে অামার কানের কাছে কেউ মুখদিয়ে
ফিসফিস করে বললো
মৃত্যুর জগতে তোমাদের স্বাগতম৷অারো
কয়েকধাপ এগিয়ে যাও অার তোমাদের পাপ্য
বুঝিয়ে নেও৷
কথাটা শোনার সাথে সাথে বললাম
---কে,কে অামাকে এই কথা বললো?
অামার কথা শুনে রিতা অার জুঁই বললো কি হয়েছে
জান্নাত?
এইমাএ কেউ কথা বললো তোমরা কী শুনতে
পারোনি
---কই কে কথা বললো
---সত্তি কি তোমরা কিছু শুনোনি
---না তো কেনো কি হয়েছে
---না কিছু না৷
কিছুই মিলাতে পাচ্ছি না৷কি হচ্ছে এসব৷
পাশ থেকে কারো চিৎকার শুনতে পারলাম৷ওদের
দুজনকে বললাম
---এবার কিছু শুনলে
---হ্যাঁ কারো চিৎকারের অাওয়াজ৷মনে হয় এই বাড়িটার
পিছন থেকে শব্দটা অাসলো
---চলো সবাই
বলে রুম থেকে বেরিয়ে বাড়ির পাশের গাছটার
কাছে গেলাম৷গাছের উপর থেকে কি যেনো
ফোঁটা ফোঁটা অামার ঘাড়ে পড়তেছে৷ঘাড়ে হাত
দিয়ে দেখলাম রক্ত৷সাথে সাথে উপরে তাকালাম৷
দেখি অপ্রির ছেঁড়া মাথা গাছের ডালে ঝুলানো
অাছে৷
অার অপ্রির ছেঁড়া মাথা থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত
পড়তেছে৷
এমটা দেখার জন্য অামরা মোটেও কেউ প্রস্তুত
ছিলাম না৷অামার মাথাটা চক্কর দিয়ে উঠলো৷সাথে সাথে
বসে পড়লাম গাছের নিচে৷তখনি অাবারো কেউ
অামার কানে ফিসফিস করে বললো
অারো কিছু দেখার বাকি অাছে৷এগিয়ে যাও৷
কথাটা শুনে অাশপাশে ভালো করে চোখ বুলিয়ে
নিলাম৷
কিন্তু কই কিছুই নাই৷অপ্রির মাথাটা গাছের ডালে ঝুলে
অাছে কিন্তু দেহটা কই৷অাশেপাশে কোথাও নেই
অপ্রির দেহ৷
অামি জুঁইকে বললাম
---এভাবে ছুঁটতে থাকলে অামরা কখনো এই
অন্ধকার জগত থেকে বেরুতে পারবো না৷এখন
মাথা ঠান্ডা রেখে অামাদের এগুতে লাগবে৷অামাদের
মধ্য একজনকে হারিয়ে ফেলেছি৷
জানিনা বাকিরা কোথায় অার কিভাবে অাছে৷নাজানি অপ্রির
মতো ওদেরও কিছু হয়েছে?
অামার কথা শুনে রিতা কাঁদতে কাঁদতে বললো
---অামার মিদুলের কিছু হয়নিতো?ওর কিছু হলে অামি
নিজেই নিজেকে শেষ করে দিব৷
---শান্ত হও এইটা কান্না করার সময় নয়৷অামাদের
জীবন মরনের প্রশ্ন৷না কেঁদে পথ বের
করো অামরা কী করে এই জগত থেকে
বেরুতে পারবো৷অাচ্ছা জুঁই তুই এখানে অাসলি
কেমন করে বলতো৷তোকে তো অামি রুমে
রেখে নিচে গেছিলাম?
অামার প্রশ্নের উওরে জুঁই বললো
---তুই রুম থেকে যাওয়ার পর অামি রুমে সুয়ে
ছিলাম৷কিন্তু তুই যাওয়ার একটুপর তোর মতো
দেখতে কেউ রুমে অাসে৷অামাকে বলে
---নিচে চল কথা অাছে
---তুই তো একটু অাগে বাহিরে গেলি অাবার এত
তাড়াতাড়ি কীভাবে
চলে অাসলি কিন্তু অামার কথার উওর না দিয়ে অামার হাত
ধরে টেনে নিচে বুড়ির রুমে নিয়ে
গেলো৷সেখানে অামি দেখি বুড়িটা একটা বাচ্চাকে
চিঁবিয়ে খাচ্ছে ওইটা দেখে অামি চিৎকার করে
জ্ঞান হারিয়ে ফেলি তারপর অামার কি হয়েছে অামার
মনে নেই৷
জুঁইয়ের কথা গুলো শোনার পর বললাম
---তারমানে তোর চিৎকার অামি শুনেছিলাম৷অার অামি
দেখেছিলাম বুড়িটা অন্যমুখ হয়ে কিছু খাচ্ছিল৷তাহলে
বুড়ি বাচ্চার হাঁড় চিবুচ্ছিল৷
অামার মনে হয় এই সব কিছুর মূলে এই বুড়িটা
অাছে৷অামাদের এখানে পাঠিয়েছে ওই বুড়িটার৷
---কিন্তু অামরাতো বুড়িটার কোনক্ষতি করিনি এমন
কী চিনি না পর্যন্ত তাহলে এভাবে হঠাৎ করে
অামাদের এখানে নিয়ে অাসার কারন কী
---অামিও বুঝতেছি না৷এরমধ্য নিশ্চয় কোন রহস্য
লুকিয়ে অাছে যা অামাদের কাছে অজানা৷
বুড়ি এমনি এমনি এমন করেনি বড় রকমের কোনকিছু
অাছে এর পিছনে৷
---অামার মনে হয়না অামরা কোনদিন এখান থেকে
বেরুতে পারবো৷চারিদিকে অন্ধকার অার বেরুবার
রাস্তায় বা কোথায়৷
এখানে হয়তো অামাদের জীবন শেষ৷মৃত্যুকে
অালিঙ্গন ছাড়া অার কোন পথ খোলা নেই৷
---এই জগতে যেহুতু প্রবেশ করার রাস্তা অাছে
তাহলে বের হওয়ার কোন না কোন পথ অাছে৷তা
অামাদের বের করতে হবে৷তার অাগে বাকিদের
বাঁচাতে হবে৷
কথা গুলো বলতেই অাবছা অালোয় মনে হচ্ছে
কিছুদূর সাদা কাপর পরিহিতা কেউ দাঁড়িয়ে
অাছে৷জুঁইকে বললাম
---দেখ অামাদের সামনে কেউ দাঁড়িয়ে অাছে এটা
নিশ্চয় কোন অাত্না হবে৷
---হ্যাঁ অামারো তাইমনে হচ্ছে৷কিন্তু এভাবে দাঁড়িয়ে
অাছে কেনো৷যদি অামাদের মারার হয় তাহলে
সামনে অাসুক
---চলতো অামরা গিয়ে দেখি
---অামার ভয় হচ্ছে এভাবে সাহস দেখিয়ে কোন
অাত্নার কাছে কি যাওয়া ঠিক হবে না৷
---ভয় এমন একটা জিনিস যে ভয় কথাটা মনে অানলে
অারো ভয় পাবি৷অামাদের দেখা প্রয়োজন কে
ওইটা অার অামার কাছে তো বন্ধুক অাছেই৷অামাদের
উপর হামলা করতে চাইলেই গুলি করে দিব৷
---অাচ্ছা চল৷
গাছের গোঁড়া থেকে ওঠে অাস্তে অাস্তে
অামরা দাঁড়িয়ে থাকা মহিলাটার কাছে যেতে লাগলাম৷
কাছে যেতে দেখলাম
--লেখাঃ Dola Rahman --
----------পর্ব:ছয়----------
ভয় শুরু
পাশথেকে খিলখিল হাসির অাওয়াজ অামার কানে
অাসলো৷অামি চারপাশে তাকিয়ে দেখলাম ৷না
অন্ধকারের মধ্য কিছুই দেখা যাচ্ছে না৷
জুঁই অামাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো
---এই হাসির অাওয়াজ কোথা থেকে অাসতেছে
---তুই চিন্তা করিস না অামি অাছি তো৷
বলে জোরে জোরে বলতে লাগলাম
---কে কে ওখানে?এভাবে কে হাসে সামনে
অাসুন৷
অামার কথার কোন প্রতিউওর অাসলো না৷কিন্তু হাসির
শব্দটা বেড়েই বলেছে৷কানের মধ্য বাড়ি দিচ্ছে
শব্দটা৷
অামি অার দেরি না করে জুঁইকে ওঠালাম৷কিন্তু পায়ের
অাঘাতের জন্য কিছুতেই সামনের দিকে পা
ফেলাতে পাচ্ছে না৷
রিতাকে বললাম
---তুমি জুঁইয়ের একহাত ধরো অামি এক হাত না হলে
এখান থেকে যেতে পারবো না৷অামার এই জায়গাটা
সেভ মনে হচ্ছে না দ্রুত অালো অনুসরন করে
অালোর কাছে যেতে হবে৷
---অাচ্ছা অামি ধরতেছি৷
দুজনে জুঁইকে ধরে নিয়ে যাচ্ছি৷ অামরা যাচ্ছি সাথে
হাসির শব্দটাও অামাদের তাড়া করতে করতে
অাসতেছে৷
কিছুদুর গিয়ে মনে হলো কয়েকজন মিলে
হাসতেছে৷কি ব্রিশী হাসির শব্দ৷
জুঁইকে নিয়ে অারো জোরে হাঁটতে শুরু করে
দিলাম৷অালোর কাছে যেতে পারলেই বাঁচি৷
প্যান্টের পিছনে হাতপরতেই বুঝলাম অামার বন্দুকটা
অাছে৷এতক্ষন অামার বন্দুকের কথা মাথায় ছিল না৷
মনের মধ্য কিছুটা সাহস সঞ্চয় করে অন্যহাতে
বন্দুকটা বের করে নিলাম৷
টিগারটা টেনে হাসির শব্দটা লক্ষ্য করে কয়েকটা
গুলি ছুঁড়লাম কিন্তু কোন লাভ হলো না৷হাসিটা কিছুতে
বন্ধ হয়না৷
অার কয়েকটা গুলি অাছে তা অার খরচ না করে
নিজের সেফটির জন্য রেখে দিলাম৷
মনে হচ্ছে অালোর খুব চলে এসেছি৷অার কিছুদূর
গেলে অালোর উৎসের নাগাল পাবো৷অারো
জোরে হাঁটতে লাগলাম অামরা৷
অাশেপাশে তাকাতে দেখলাম অন্ধকারের মধ্য
কয়েক জোরা ভয়ংকর চোখ অামাদের দিকে
জলজল চোখে তাকিয়ে অাছে৷
হঠাৎ দেখে অাৎকে উঠলাম অামি৷অন্ধকারের মধ্যও
চোখগুলো জ্বলে ওঠেছে৷চোখ দিয়ে
যেনো অামাদের গিলে খাবে৷
জুঁই অার রিতা দেখতে পেরে চিৎকার দিয়ে
বললো
---এগুলো কি
---ভয় পেও না অামরা এমন জায়গায় অাছি যেখানে
অাত্নায় ভরা৷অামাদের সাহস হারালে চলবে না৷এখানে
সাহস হারালে বিপদ৷তোমরা শুধু চুপ করে থাকো৷
জুঁই বললো
---কিন্তু এই চোখ গুলো কোথা থেকে
অাসলো অার এভাবে অামাদের দিকে চেয়ে
অাছে কেনো৷
---এটা অামাদের ফাঁদে ফেলার ধান্দা৷যাতে অামরা ভয়
পেয়ে ওদের ফাঁদে পা ফেলায়৷
চলো তোমরা অারো জোরে৷অামরা অালোর
কাছে অাসতে দেখলাম৷সামনে একটা
কুঁড়েঘর৷সেই ঘরের কোন জায়গায় থেকে
অালো বের হচ্ছে৷অাবছা অালোয় দেখলাম বাড়িটার
সামনে অনেক কংঙ্কাল অার হাঁড়গুড় পড়ে
অাছে৷বাড়ির পাশে একটা কিসের গাছ যেনো
দাঁড়িয়ে অাছে৷অাবছা অালোয় চেনা সম্ভব হচ্ছে
না৷বাড়িটার দরজার কাছে যেতেই দরজাটা অাপনা অাপনি
ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেলো৷পাশের গাছটার
দিকে তাকাতে দেখলাম৷কয়েকটা কাটা মাথা অামাদের
দিকে তাকিয়ে লকলক জ্বিভ বের করে খিটখিট
করে হাসতেছে৷অাবছা অালোয় সাদা দাঁতগুলো
পরিষ্কার দেখা যাচ্ছে৷
মনের মধ্য অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে৷এই ঘরে
অামাদের জন্য অাবার কোন মৃত্যু ফাঁদ তৈরী করে
রাখা হয়নিতো?
কিন্তু শরীরের যা অবস্থা অামাদের বিশ্রাম নিতেই
হবে৷অার এই জায়গা ছাড়া অন্যকোথাও অালোর বিন্দু
মাএ চিন্থ নেই৷
অার বেশি না ভেবে রুমের মধ্য প্রবেশ
করলাম৷প্রবেশ করার সাথে সাথে বিশ্রী একটা
দূরগন্ধ অামার নাকে অাসলো৷ভাবলাম ইঁদুর বিড়াল
হয়তো মরে গেছে৷রুমের মধ্য একটা লাইট
জ্বলে অাছে৷লাইটের অালোয় র্স্পট দেখলাম
সারা ঘর মানুষের মাথার খুলি দিয়ে ভরা৷তাহলে এই
গন্ধটা মানুষের পঁচে যাওয়া শরীরের৷অনূভব করলাম
অামার পায়ের নিচে তরল কিছু অাছে৷পা টা সরিয়ে
দেখলাম রক্ত দেখে মনে হচ্ছে তাজা৷কিন্তু
এখানে তাজা রক্ত অাসবে কোথা থেকে৷
অামাদের মধ্য কেউ অাবার এখানে অাসছিল
নাতো৷ভাবতে অামার কানের কাছে কেউ মুখদিয়ে
ফিসফিস করে বললো
মৃত্যুর জগতে তোমাদের স্বাগতম৷অারো
কয়েকধাপ এগিয়ে যাও অার তোমাদের পাপ্য
বুঝিয়ে নেও৷
কথাটা শোনার সাথে সাথে বললাম
---কে,কে অামাকে এই কথা বললো?
অামার কথা শুনে রিতা অার জুঁই বললো কি হয়েছে
জান্নাত?
এইমাএ কেউ কথা বললো তোমরা কী শুনতে
পারোনি
---কই কে কথা বললো
---সত্তি কি তোমরা কিছু শুনোনি
---না তো কেনো কি হয়েছে
---না কিছু না৷
কিছুই মিলাতে পাচ্ছি না৷কি হচ্ছে এসব৷
পাশ থেকে কারো চিৎকার শুনতে পারলাম৷ওদের
দুজনকে বললাম
---এবার কিছু শুনলে
---হ্যাঁ কারো চিৎকারের অাওয়াজ৷মনে হয় এই বাড়িটার
পিছন থেকে শব্দটা অাসলো
---চলো সবাই
বলে রুম থেকে বেরিয়ে বাড়ির পাশের গাছটার
কাছে গেলাম৷গাছের উপর থেকে কি যেনো
ফোঁটা ফোঁটা অামার ঘাড়ে পড়তেছে৷ঘাড়ে হাত
দিয়ে দেখলাম রক্ত৷সাথে সাথে উপরে তাকালাম৷
দেখি অপ্রির ছেঁড়া মাথা গাছের ডালে ঝুলানো
অাছে৷
অার অপ্রির ছেঁড়া মাথা থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত
পড়তেছে৷
এমটা দেখার জন্য অামরা মোটেও কেউ প্রস্তুত
ছিলাম না৷অামার মাথাটা চক্কর দিয়ে উঠলো৷সাথে সাথে
বসে পড়লাম গাছের নিচে৷তখনি অাবারো কেউ
অামার কানে ফিসফিস করে বললো
অারো কিছু দেখার বাকি অাছে৷এগিয়ে যাও৷
কথাটা শুনে অাশপাশে ভালো করে চোখ বুলিয়ে
নিলাম৷
কিন্তু কই কিছুই নাই৷অপ্রির মাথাটা গাছের ডালে ঝুলে
অাছে কিন্তু দেহটা কই৷অাশেপাশে কোথাও নেই
অপ্রির দেহ৷
অামি জুঁইকে বললাম
---এভাবে ছুঁটতে থাকলে অামরা কখনো এই
অন্ধকার জগত থেকে বেরুতে পারবো না৷এখন
মাথা ঠান্ডা রেখে অামাদের এগুতে লাগবে৷অামাদের
মধ্য একজনকে হারিয়ে ফেলেছি৷
জানিনা বাকিরা কোথায় অার কিভাবে অাছে৷নাজানি অপ্রির
মতো ওদেরও কিছু হয়েছে?
অামার কথা শুনে রিতা কাঁদতে কাঁদতে বললো
---অামার মিদুলের কিছু হয়নিতো?ওর কিছু হলে অামি
নিজেই নিজেকে শেষ করে দিব৷
---শান্ত হও এইটা কান্না করার সময় নয়৷অামাদের
জীবন মরনের প্রশ্ন৷না কেঁদে পথ বের
করো অামরা কী করে এই জগত থেকে
বেরুতে পারবো৷অাচ্ছা জুঁই তুই এখানে অাসলি
কেমন করে বলতো৷তোকে তো অামি রুমে
রেখে নিচে গেছিলাম?
অামার প্রশ্নের উওরে জুঁই বললো
---তুই রুম থেকে যাওয়ার পর অামি রুমে সুয়ে
ছিলাম৷কিন্তু তুই যাওয়ার একটুপর তোর মতো
দেখতে কেউ রুমে অাসে৷অামাকে বলে
---নিচে চল কথা অাছে
---তুই তো একটু অাগে বাহিরে গেলি অাবার এত
তাড়াতাড়ি কীভাবে
চলে অাসলি কিন্তু অামার কথার উওর না দিয়ে অামার হাত
ধরে টেনে নিচে বুড়ির রুমে নিয়ে
গেলো৷সেখানে অামি দেখি বুড়িটা একটা বাচ্চাকে
চিঁবিয়ে খাচ্ছে ওইটা দেখে অামি চিৎকার করে
জ্ঞান হারিয়ে ফেলি তারপর অামার কি হয়েছে অামার
মনে নেই৷
জুঁইয়ের কথা গুলো শোনার পর বললাম
---তারমানে তোর চিৎকার অামি শুনেছিলাম৷অার অামি
দেখেছিলাম বুড়িটা অন্যমুখ হয়ে কিছু খাচ্ছিল৷তাহলে
বুড়ি বাচ্চার হাঁড় চিবুচ্ছিল৷
অামার মনে হয় এই সব কিছুর মূলে এই বুড়িটা
অাছে৷অামাদের এখানে পাঠিয়েছে ওই বুড়িটার৷
---কিন্তু অামরাতো বুড়িটার কোনক্ষতি করিনি এমন
কী চিনি না পর্যন্ত তাহলে এভাবে হঠাৎ করে
অামাদের এখানে নিয়ে অাসার কারন কী
---অামিও বুঝতেছি না৷এরমধ্য নিশ্চয় কোন রহস্য
লুকিয়ে অাছে যা অামাদের কাছে অজানা৷
বুড়ি এমনি এমনি এমন করেনি বড় রকমের কোনকিছু
অাছে এর পিছনে৷
---অামার মনে হয়না অামরা কোনদিন এখান থেকে
বেরুতে পারবো৷চারিদিকে অন্ধকার অার বেরুবার
রাস্তায় বা কোথায়৷
এখানে হয়তো অামাদের জীবন শেষ৷মৃত্যুকে
অালিঙ্গন ছাড়া অার কোন পথ খোলা নেই৷
---এই জগতে যেহুতু প্রবেশ করার রাস্তা অাছে
তাহলে বের হওয়ার কোন না কোন পথ অাছে৷তা
অামাদের বের করতে হবে৷তার অাগে বাকিদের
বাঁচাতে হবে৷
কথা গুলো বলতেই অাবছা অালোয় মনে হচ্ছে
কিছুদূর সাদা কাপর পরিহিতা কেউ দাঁড়িয়ে
অাছে৷জুঁইকে বললাম
---দেখ অামাদের সামনে কেউ দাঁড়িয়ে অাছে এটা
নিশ্চয় কোন অাত্না হবে৷
---হ্যাঁ অামারো তাইমনে হচ্ছে৷কিন্তু এভাবে দাঁড়িয়ে
অাছে কেনো৷যদি অামাদের মারার হয় তাহলে
সামনে অাসুক
---চলতো অামরা গিয়ে দেখি
---অামার ভয় হচ্ছে এভাবে সাহস দেখিয়ে কোন
অাত্নার কাছে কি যাওয়া ঠিক হবে না৷
---ভয় এমন একটা জিনিস যে ভয় কথাটা মনে অানলে
অারো ভয় পাবি৷অামাদের দেখা প্রয়োজন কে
ওইটা অার অামার কাছে তো বন্ধুক অাছেই৷অামাদের
উপর হামলা করতে চাইলেই গুলি করে দিব৷
---অাচ্ছা চল৷
গাছের গোঁড়া থেকে ওঠে অাস্তে অাস্তে
অামরা দাঁড়িয়ে থাকা মহিলাটার কাছে যেতে লাগলাম৷
কাছে যেতে দেখলাম
No comments