অলস
একবার তিন অলস বন্ধু খেতে বসেছিলো। কিন্তু খাওয়ারে লবন কম হয়েছিলো। তখন প্রশ্ন উঠলো কে লবন আনতে যাবে ??
তিন বন্ধুর কেউই চেয়ার ছেড়ে উঠতে রাজি না।
তাই এক জন অলস প্রস্তাব দিলো , "যে আগে কথা বলবে সে ই লবন আনবে ।"
বাকি দুই বন্ধু ই রাজি হয়ে গেলো।
.
সময় যায়... কেউই কথা কথা বলে না...
.
আরো সময় যায়... কেউই কথা বলে না...
.
তিন দিন হয়ে গেলো কেউই আর কথা বলে না...
.
শেষে খিদে পেটে তারা আধমরার মত হয়ে পরে ।
অজ্ঞান ,, ... হাত নড়ে না... পাও চলে না...
.
প্রতিবেশীরা এসে দেখে তাদের কে মৃত ভেবে শ্মশানে নিয়ে যায় শেষকৃত্য করার জন্য
.
তিনজনকে চিতায় চড়ানো হলো।
প্রথম অলসের চিতায় যেই মাত্র আগুন দেওয়া হবে, সে চেচিয়ে ওঠে " আমি মরিনি , আমি জীবিত.. আমি জীবিত ."
.
আর পাশের চিতা থেকে বাকি দুই অলস বলে ওঠে "যা এবার লবন নিয়ে আয়..."
---
---
এখন বলেন তো,
"কে বেশী অলস"? 😆😆
তিন বন্ধুর কেউই চেয়ার ছেড়ে উঠতে রাজি না।
তাই এক জন অলস প্রস্তাব দিলো , "যে আগে কথা বলবে সে ই লবন আনবে ।"
বাকি দুই বন্ধু ই রাজি হয়ে গেলো।
.
সময় যায়... কেউই কথা কথা বলে না...
.
আরো সময় যায়... কেউই কথা বলে না...
.
তিন দিন হয়ে গেলো কেউই আর কথা বলে না...
.
শেষে খিদে পেটে তারা আধমরার মত হয়ে পরে ।
অজ্ঞান ,, ... হাত নড়ে না... পাও চলে না...
.
প্রতিবেশীরা এসে দেখে তাদের কে মৃত ভেবে শ্মশানে নিয়ে যায় শেষকৃত্য করার জন্য
.
তিনজনকে চিতায় চড়ানো হলো।
প্রথম অলসের চিতায় যেই মাত্র আগুন দেওয়া হবে, সে চেচিয়ে ওঠে " আমি মরিনি , আমি জীবিত.. আমি জীবিত ."
.
আর পাশের চিতা থেকে বাকি দুই অলস বলে ওঠে "যা এবার লবন নিয়ে আয়..."
---
---
এখন বলেন তো,
"কে বেশী অলস"? 😆😆
No comments