Header Ads

Jokes & Comedy

তিন দেশের পুলিশের মধ্যে
প্রতিযোগীতা হচ্ছে। ..
.. ১.রাশিয়া। ২.আ‌মে‌রিকা ৩. চীন ৪.বাংলাদেশ। .. ..
—–—প্রতিযোগীতার বিষয় একটি
কুকুরকে জঙ্গলে
ছেড়ে দেয়া হবে। কে কতো দ্রুত তা
খুঁজে বের করতে
পারে। - - - —–—ছেড়ে দেয়া হলো
কুকুরকে। :: :: ::
—–—প্রথমে রাশিয়ান পুলিশ
কুকুরটাকে
দুই দিনে
খুঁজে বের করলো। :: :: :: —–—এরপর,
আমেরিকান
পুলিশ তিন দিনে খুঁজে বের করে
আনলো। :: :: :: —–—
এরপর চীনের পুলিশ বের করতে চারদিন
ব্যায়
হলো। :: :: :: —–—এবার, বাংলাদেশের
পুলিশের
পালা।…… …… …… দুই দিন গেলো, তিন
দিন গেলো,
পাঁচ দিন গেলো, এমনকি এক সপ্তাহ
পার
হয়েছে। ……
…… …………কুকুর খুঁজে আনা তো দূরের
কথা।
পুলিশের'ই
খবর নেই। ……… …… …… …………পরে
সব
দেশের
পুলিশেরা মিলে বাংলাদেশের
পুলিশকে খুঁজতে বের
হলো। খুঁজতে খুঁজতে পাওয়া গেলো।
বাংলাদেশের পুলিশ
গত সপ্তাহখানেক যাবৎ একটা
ভেড়াকে বেঁধে
পিটাচ্ছে আর বলছে স্বীকার কর, তুই-ই
সেই কুকুর! তুই-
ই সেই কুকুর! —–—এই হল আমাদের
দেশের
বর্তমান পুলিশদের অবস্থা

No comments

Powered by Blogger.