Header Ads

বৃষ্টির অভিমান


বৃষ্টি আমার সাথে আজ করেছে অভিমান
কতদিন হলো বৃষ্টি ধারায় করিনি সুখস্নান
বৃষ্টিজল ঝরেছে সবকিছু ছুয়েছে
জাগিয়েছে প্রকৃতিতে প্রাণ
তবু আমি ভিজিনি বৃষ্টি ছুয়ে দেখিনি
গাইনি বৃষ্টিজলের গান
বৃষ্টি নামে অচীন গ্রামে আকাশও কালো হয়
তবু আমার বৃষ্টি দেখার এখনও হলোনা সময়
একটু খানি বৃষ্টি পানি ছুয়ে দেখার জন্য
করেছি আমি কত পাগলামি পেরিয়েছি কত অরণ্য
অথচ আজ বৃষ্টি সুরে যাচ্ছি দূরে বহু দূরে
খুজে পাচ্ছিনা টান
তাই বৃষ্টিজলের দুচোখ জুড়ে
ঝাপসাটে অভিমান।।।

#অনিক আহমেদ সুমন

1 comment:

  1. এই শীতে এখন বৃষ্টি না আসাই ভালো

    ReplyDelete

Powered by Blogger.