Header Ads

সত্যিকারের ভালবাসা

Love is powerful একবার এক প্রেমিক
প্রেমিকা
বিয়ে করবে বলে ঠিক করলো,
.বিয়ের কয়েক মাস আগে
মেয়েটির এক্সিডেন্ট হল
আর তাঁর চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গেল!
.এর পর মেয়েটি ছেলেটিকে লিখল
আমি তোমাকে বিয়ে করতে পারবোনা,
.কারন আমি সারাজীবন
এমন কুৎসিত থেকে যাব,
.তুমি তোমার জন্য সুন্দরি
কোন মেয়ে খুজে বের কর,
কারন আমি তোমার যোগ্য না !
.এরপর সে তাঁর প্রেমিক এর কাছ থেকে
উত্তর পেল"
যাই হোক আমার নিজের ও
একটা সমস্যা হয়েছে
আমার চোখে সমস্যা হয়েছে
ডাক্তার বলেছে আমি অন্ধ হয়ে থাকব
এর পরেও যদি তুমি আমাকে গ্রহন করতে
পারো
তাহলে আমি তোমাকে বিয়ে করব!
.এভাবেই তারা বিয়ে করে
আর ভালোবাসা বোঝাপড়া আর আনন্দে
২০ বছর পার করে দেয়....
মেয়েটি অন্ধ স্বামীর চোখের আলো
আর পথপ্রদর্শক হয়ে থাকে !
.এরপর একদিন মেয়েটি মৃত্যু সজ্জাতে চলে
যায়
কিন্তু মন খারাপ করে ফেলে
যে সে তাঁর প্রিয়তম কে আবার
অন্ধ অবস্থায় ফেলে যাবে !!
.শেষ পর্যন্ত সে মারাযায় !
যেদিন সে মারাযায়
সেদিনই তাঁর স্বামী
সবাইকে অবাক করে দিয়ে চোখ খোলে!
সে বলে " আমি অন্ধ ছিলাম না,
আমি ভান করতাম যে আমি অন্ধ
যাতে সে তাঁর অসুন্দর চেহারার
জন্য
নিজেকে কখনো ছোট মনে করতে না
পারে
কারন আমার ভালোবাসা
তাঁর চেহারার প্রতি ছিল না,,,
আমার ভালোবাসা ছিল তার মনের প্রতি..
এটাই সত্যিকারের ভালবাসা
আর সত্যিকারের ভালবাসা এমনই হ
গল্পের সাথে আমার জীবনের কোন মিল নেই

No comments

Powered by Blogger.