Header Ads

মানুষের মন

যাকে ভালো লাগে না, তার কোন কিছুই ভালো লাগে না। সে হাসলেও তাকে ডাইনির মত লাগে। কখনো ভুল করে তাকে সুন্দর লাগলেও চিন্তা হয়, নিশ্চয়ই চেহারাটা ফটোশপ দিয়ে এডিট করা!!
.
আর যাকে ভালো লাগে, কোন কারণ ছাড়াই তার সবকিছুই ভালো লাগে। কাঁদলেও তাকে খারাপ লাগে না, কেমন যেন মায়াবতী লাগে। তার প্রচন্ড রাগ কে সামান্য 'অভিমান' মনে হয়। তার চিৎকার করে বলা কথাগুলোকে 'খুনসুটি' বলে দিব্যি চালিয়ে দেয়া যায়!!
.
"ভালোলাগা" ব্যাপারটা আসলে পুরোটাই নিজের মনের ব্যাপার। কোন একটা মানুষকে, কোন এক জোড়া চোখকে, কোন একটা কন্ঠস্বর কে সেদিন তোমার তীব্রভাবে ভালো লেগেছিলো আজকে সেই একই মানুষ, একই জোড়া চোখ, একই কন্ঠস্বর কে তোমার অসহ্য লাগছে !!
.
কারণ মানুষটা আগের মতই আছে, শুধু তোমার মন বদলে গেছে !! খুব সম্ভবত এই পৃথিবীতে সবচেয়ে বেশি বদলে যাওয়া জিনিসটার নাম "
মানুষের মন"। পৃথিবীর সমস্ত ভালো লাগার জন্ম হয় ওখানটাতে আবার পৃথিবীর সমস্ত ভালোলাগার সমাধিও হয় ঐ ওখানটাতেই!!

No comments

Powered by Blogger.