Header Ads

অপেক্ষা

প্রিয় পাগলী,
কেমন আছিস ??বিরক্তহচ্ছিস না তো?? মনের কোনে যদি আমার খবর জানার তিল পরিমান ইচ্ছা থেকে তবে শুনো।
“আমি ভাল নেই"
আমার সকাল শুরু হয় তোকে নিয়ে রাত্রে দেখা স্বপ্ন ভেবে ভেবে।আমার দিনটা কাটে শুধু তোকে ভেবে ভেবে।মনে আছে কত পাগলামি ছিল সেই
ভালোবাসায়?
কত গভীর ছিল সেই পাগলামি??
কতটা মিশে ছিলাম নিজেদের মাঝে। তুই হয়তো অসব ভেবেই আজো কান্নায় ভেঙ্গে পড়িস,নাকি পড়িস
না?জানি না।
আমাদের ছিলনা কোন বাঁধা।অবিরাম ঘাসফড়িঙের মত উড়ে বেরিয়েছি সারা শহর।
আজও তোর ঠোঁটের স্পর্শ লেগে আছে আমার ঠোটে।
হাতে লেগে আছে হাতের স্পর্শ।
এই অনুভূতি আমি আজো বয়ে বেরাচ্ছি তোকে ভেবে ভেবেই।।
আমি ফেলতেও পারি না,আবার
আগলে রাখার কষ্টও সহ্য হয় না।।
মাঝে মাঝে মনে হয় এই কষ্ট পাবার জন্যই আমি বেঁচে আছি।।
প্রতিদিন তুই স্বপ্নে এসে আমার সব কিছু উলটপালট করে দিয়ে যাস।।
প্রতিদিন তোর এই অবাধ বিচরন আমায় তিলে তিলে তোর ভালোবাসার গভীরে নিয়ে যাচ্ছে।।
এই ভালোবাসা থেকে আমার
মুক্তি নেই।।
তবে এই মুক্তি আমি চাইও না।।
থাকি না স্বপ্নে তোর সাথে !!
আমারও জানতে ইচ্ছে করে তুই ও
কি আমার মত স্বপ্ন দেখিস??
তুইও কি আমার মত প্রতি রাতে আমার চোখে চেয়ে থাকিস ??
আমায় ভেবে করিস দিন যাপন??
আমাদেরই এই দূরে যাবার পেছনে হয়তো আমিই দায়ী।।
আমার মনে হয় কি জানিস??আমি বোধ হয় তোকে ভালবাসতেই পারিনি।
আমার মনে আছে কোথাই জানি শুনছিলাম সত্যিকারের ভালবাসা কখনোই হারাই না।
অবশ্য এই দূরত্ব আমায় বুঝিয়েছে তুই আমায় কতটা দখল করে রেখেছিলি।।
ভালোবাসা একটা মানুষ কে কতোটা অসহায় করে তুলতে পারে সেটা বুঝার ক্ষমতা আমার হয়েছে, তবুও ভালবেসে যাচ্ছি।
মানুষ ভালোবাসার জন্যই জন্মগ্রহণ করে আর সারা জীবন এই ভালোবাসাকেই খুঁজে ফিরে।
আমি খুঁজে পেয়েছিলাম তোকে,আবার
হারিয়েও ফেলেছি।।
মনে আছে পাগলী তুই আমায় জিজ্ঞেস করতি,
“আচ্ছা আমায় হারাবার ভয় কেন এতো তোমার??
আমি চুপ করে থাকতাম।আবার মাঝে মাঝে জোর গলায় বলতাম,
আমি তো তোকে হারাতে দেবো না।
সারা জীবন তোকে বেধে রাখবো,তবুও তোকে হারানোর ভয় আমায় গ্রাস করতো প্রতিমুহূর্ত।।
আজো মনে হয় আমি কি পেরেছি
আগলে রাখতে তোকে???
পাগলের মত ছুটে চলেছিলাম দুজন,তোকে না পাওয়ার বিনিময়ে পেয়েছি এই রাশ কষ্ট।।
প্রিয় কিছু হারানো আর,প্রিয় মানুষকে পাশে রেখেও হারানোর মধ্যেও মনে হয় যোজন যোজন তফাত।।
প্রিয় জিনিস হারিয়ে এখন আমার আর নোনা জল গরিয়ে পরে না।।
কিন্তু,তোকে হারিয়ে আজ আমার নোনা জল চোখেই শুকিয়ে যায়।যাতে একটু পরেই আবার একরাশ কষ্ট নিয়ে চোখে ভেসে উঠতে পারে।।
এই উন্মুক্ত লিখা শেষ হবে না,যেমন আমাদের কথা শেষ হত না।
মনে আছে পাগলী আমরা যতক্ষণ কথা বলতাম তার থেকে নিরবাতায়
তুই বেশি থাকতি??
ভালোবেসে আমি শিখেছি নীরবেও
কিভাবে কথা বলা যায় ঘণ্টার পর ঘণ্টা।।তোর ভালোবাসায় আমায়
শিখিয়েছিলো চোখের মাঝের কথাটা পড়ে নেবার,শিখেছিলাম হাতের স্পর্শে মনের কথা বুঝে নেবার।।
শেষ হচ্ছে না,বিরক্ত
হচ্ছিস??
তোকে ছাড়া আমার যে জীবন চলছে না তা না।দিন হচ্ছে,রাত হচ্ছে,কিন্তু
এই জীবনকে ঠিক"জীবন"বলা যায় কিনা আমি জানি না।।
আবার মনে হয় এই কষ্টের জন্যই
হয়তো আমার এই বেঁচে থাকা।
আমিও বেঁচে থাকি,আমার কষ্টও বেঁচে থাকুক।সাথে স্বপ্নে তুইও
বেঁচে থাক।।
শেষ কবিতা লিখেছিলাম
কবে মনে নেই,তবে এই কবিতার লাইন গুলো বারবার মনের কোনে উকি দিচ্ছে।।
"" থমথমে জীবনের বাঁকে,
কিছু স্মৃতি জমা থাকে।
কিছু কথা অবিরাম ডেকে চলে নিভৃতে।
হয়তো নিখোঁজ মনের টানে, ভালোবাসার আহবানে।
আজো আমি খুজে ফিরি তার পরিপূর্ন ভালোবাসাটাকে।
বুঝতে পারিনা তাকে,বুঝা যায় না,
হৃদয়ের রক্ত ক্ষরণ কেউ তো বুঝে না।
কিছু কথা আজো লিখা হৃদয়ের পাতায়।
চলে যাবো বললেই তো আর চলে যাওয়া যায় না।
কিছু স্মৃতির টানে তোর ঐ হাসির কাছে হেরে যায় আমার সব অভিমান।।
।।ভাল থাকিস আমার।।
"পাগলী
শুধু মনের কথা গুলো বল্লাম।ক্ষমা করে দিস।আমি হতে পারিনি তোর মতো।পথের কাটা হয়ে দারিয়েছি বারবার।
জানি কাটা ভরা পথে তুই হাটতে পারবি না,
তাই কাটা সরিয়ে নিলাম।
এই কথাগুলোর পেছনে শুধুই কষ্ট আছে,আছে একরাশ ব্যার্থ প্রেমের গল্প।
আছে কিছু নোনা জল।
তবুও হেটে যাচ্ছি দুরে,ফিরে আসার
কোন তারা নেই।
অপেক্ষায়.......
বিবর্ণ।

No comments

Powered by Blogger.