আজ আমি একা
আজ আমি একা, শুধু একা, নিঃসঙ্গ পথের পথিক। আমার সামনে, পেছনে, ডানে-বামে,
কেউ নেই আছে শুধু ঘাত-প্রতিঘাত, অবিশ্বাস, দ্বন্দ্ব, অবহেলা, নির্যাতন ও
ঘৃণার কুৎসিত চেহারা। কী ছিল না আমার মাঝে বলতে পারবে কি? অনবদ্য, অফুরন্ত
যৌবন।
.
তুমি কি জানতে না, তোমাকে কত ভালোবাসি? তোমার এক বিন্দু হাসিতে আমার মনের আঙিনায় বয়ে চলত অনির্বাণ প্লাবনময় শান্তির স্রোতধারা। আর সেই প্লাবনে ধুয়েমুছে যেত সব কষ্টের গ্লানি, দুঃস্বপ্ন, দুঃখের গ্লানি, মোহপাপ এবং অদৃশ্য আনাড়ির ধনুকের ক্ষতচিহ্ন রেখা।
.
তুমি কি জানতে না তুমি ছাড়া এ মনের আঙিনায় কোনো পুষ্পবাগিচা নেই। তুমিই ছিলে আমার সর্বোপরি সর্বজয়া স্বর্গীয় প্রেম অনুরাধা।
.
তোমার কি মনে পড়ে না, সেই শীতের রাতের কথা। যে রাতে তুমি কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলে, তারপর সারারাত আমি ফোনের অপর পাশে বসে শুধু তোমার নিশ্বাসের শব্দ শুনছিলাম আর তুমি মাঝ রাতে ঘুম থেকে উঠে অবাক হয়ে জিজ্ঞেস করেছিলে, “তুমি এখনো জেগে? ঘুমাও নি?”
.
তারপর নানা আনন্দ কষ্ট বেদনায় কেটে গেল পুরো একটা সময়। আমি অতি কাছ থেকে দেখতে লাগলাম তোমার অহঙ্কার ঈর্ষা দ্বেষ, তোমার হীনম্মন্যতা কুটিলতা আর কথার ছন্দোবদ্ধ অমিল। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো দেখতে চাইনি তোমার বিফলতার বিয়োগ-বেদনা আর মলিন বদনখানি। আর তাই তো সেদিনের সেই ঘটনার পর থেকে এক দিনও একটি বারের জন্যও ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইনি।
.
তুমি জানো না আমি যখন অফিসের কাজে কান্ত হয়ে পড়ি। দু’চোখে ঝাপসা দেখি, তখন তোমার মুখটা আমার দু’চোখের সামনে ভেসে ওঠে। কারণ আমি যে আমার অবুঝ মনের আঙিনার বাগানে এখনো তোমার বপন করা চারাগাছটিকেই লালনপালন করে যাচ্ছি। তোমার ভালোবাসার আদর্শকে ভালোবেসে নিজ চিত্তকে সর্বদা রাখছি সুপ্রসন্ন ও অতলস্পর্শী। মনে পুষে রাখছি তুমি ফিরে আসার সঞ্চিত আশা।
.
তুমি কি জানতে না, তোমাকে কত ভালোবাসি? তোমার এক বিন্দু হাসিতে আমার মনের আঙিনায় বয়ে চলত অনির্বাণ প্লাবনময় শান্তির স্রোতধারা। আর সেই প্লাবনে ধুয়েমুছে যেত সব কষ্টের গ্লানি, দুঃস্বপ্ন, দুঃখের গ্লানি, মোহপাপ এবং অদৃশ্য আনাড়ির ধনুকের ক্ষতচিহ্ন রেখা।
.
তুমি কি জানতে না তুমি ছাড়া এ মনের আঙিনায় কোনো পুষ্পবাগিচা নেই। তুমিই ছিলে আমার সর্বোপরি সর্বজয়া স্বর্গীয় প্রেম অনুরাধা।
.
তোমার কি মনে পড়ে না, সেই শীতের রাতের কথা। যে রাতে তুমি কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলে, তারপর সারারাত আমি ফোনের অপর পাশে বসে শুধু তোমার নিশ্বাসের শব্দ শুনছিলাম আর তুমি মাঝ রাতে ঘুম থেকে উঠে অবাক হয়ে জিজ্ঞেস করেছিলে, “তুমি এখনো জেগে? ঘুমাও নি?”
.
তারপর নানা আনন্দ কষ্ট বেদনায় কেটে গেল পুরো একটা সময়। আমি অতি কাছ থেকে দেখতে লাগলাম তোমার অহঙ্কার ঈর্ষা দ্বেষ, তোমার হীনম্মন্যতা কুটিলতা আর কথার ছন্দোবদ্ধ অমিল। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো দেখতে চাইনি তোমার বিফলতার বিয়োগ-বেদনা আর মলিন বদনখানি। আর তাই তো সেদিনের সেই ঘটনার পর থেকে এক দিনও একটি বারের জন্যও ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইনি।
.
তুমি জানো না আমি যখন অফিসের কাজে কান্ত হয়ে পড়ি। দু’চোখে ঝাপসা দেখি, তখন তোমার মুখটা আমার দু’চোখের সামনে ভেসে ওঠে। কারণ আমি যে আমার অবুঝ মনের আঙিনার বাগানে এখনো তোমার বপন করা চারাগাছটিকেই লালনপালন করে যাচ্ছি। তোমার ভালোবাসার আদর্শকে ভালোবেসে নিজ চিত্তকে সর্বদা রাখছি সুপ্রসন্ন ও অতলস্পর্শী। মনে পুষে রাখছি তুমি ফিরে আসার সঞ্চিত আশা।
No comments